গাই ওয়াকস ইনটু এ বার

ওর বয়স উনিশের মত হবে। এর বেশি না। সম্ভবত কমই। কোন ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো ভেবে নিতো আরো ষাট বছর ওর আয়ু আছে। তবে আমি বুঝতে পারছি, ঠিকভাবে হিসেব করলে আয়ু ছত্রিশ ঘন্টা, অথবা ছত্রিশ মিনিট যদি শুরুতেই ঝামেলা বেঁধে যায়…