হিলস লাইক হোয়াইট এলিফ্যান্টস

এব্রো’র উপত্যকা জুড়ে দাঁড়িয়ে আছে সুবিশাল আর শ্বেতশুভ্র পর্বতমালা। এদিকটা গাছপালাহীন, ছায়ার কোন অস্তিত্ব নেই। স্টেশনটি দু’রাস্তার মাঝে রোদ পোহাচ্ছে। ওতে ঠেস দিয়ে, দালানের উষ্ণ ছায়ায় উঁকি দিচ্ছে একটি ‘বার’। মাছি তাড়াতে খোলা দরজায় পর্দা ঝুলছে, বাঁশের চাতাইয়ে বোনা…